রবিবারই তাকে ঝাঁসি থেকে বাগপত সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল। এক বিজেপি বিধায়ককে খুনের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের কুখ্যাত মাফিয়া ডন মুন্না বজরঙ্গিকে সোমবার সকালে সংশোধনাগারের মধ্যেই গুলি করে অন্য এক মাফিয়া ডন সুনীল রাঠিয়াত। সকালে চা খাওয়ার সময়ে তাকে গুলি করা হয় বলে খবর। দ্রুত মুন্নাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রসঙ্গত মুন্নার সঙ্গে এমন কিছু হতে পারে আন্দাজ করতে পেরেছিলেন তাঁর স্ত্রী। গত ২৯ জুন সাংবাদিক বৈঠকে প্রেম প্রকাশ সিং ওরফে মু্ন্না বজরঙ্গির স্ত্রী সীমা সিং দাবি করেছিলেন তাঁর স্বামীর জীবন সংশয় রয়েছে। তাকে ফেক এনকাউন্টারে মেরে ফেলার ছক কষা হচ্ছে।
এদিকে এদিন অন্য এক মাফিয়া ডনের গুলিতে মুন্নার মৃত্যুর পরই উত্তরপ্রদেশ জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, মুন্নাকে হত্যা করার জন্য পিস্তল সংশোধনাগারের মধ্যে অন্য এক বন্দির হাতে এল কী করে? আর এখানেই অনেকে অন্য সম্ভাবনা তুলে আনছেন। বিশেষত মু্ন্নার স্ত্রীর দাবির পর তো সে প্রশ্ন এখন বেশ জোড়াল হয়ে সামনে আসতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে জানিয়েছেন, মুন্না হত্যার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সাসপেন্ড করা হয়েছে বাগপত সংশোধনাগারের জেলারকে।