National

আদনানকে পাক তোপ, পাক শিল্পীদের পাশে সলমন

পাকিস্তানে ঢুকে ভারতের জঙ্গি নিকেশের স্ট্র্যাটেজিক স্ট্রাইককে অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন পাক বংশোদ্ভূত গায়ক আদনান সামি। ট্যুইটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দফতর ও ভারতের সাহসী সেনাদের বুদ্ধিদীপ্ত, সফল ও পরিণত হামলার জন্য অভিনন্দন জানান তিনি। আর তাতেই তোপের মুখে পড়েছেন কিছুদিন আগেও পাক নাগরিক থাকা আদনান। ভারত সরকারের কাছে সবে তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তারপরই তাঁর এই ট্যুইটকে পাক বিরোধী বক্তব্য বলে মনে করছেন পাকিস্তানের নাগরিকরা। ট্যুইটে তাঁর বিরুদ্ধে সেই ক্ষোভ আছড়ে পড়েছে। তোপের মুখে পড়েছেন আদনান। এদিকে এদিন পাক অভিনেতাদের ভারত থেকে বিতাড়িত করার দাবির বিরুদ্ধে মুখে খুলেছেন সলমন খান। তাঁর দাবি, শিল্পের সঙ্গে সন্ত্রাসকে মিশিয়ে ফেলা উচিত নয়। পাকিস্তানের শিল্পীরা সন্ত্রাসবাদী নন। ভারত সরকারই তাঁদের এখানে কাজ করার ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি যদিও ভারতীয় সেনাদের পাকিস্তানে ঢুকে জঙ্গি নিধনকে সঠিক বলে জানিয়েছেন তিনি। এদিকে মুম্বইয়ের ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস অ্যাসোসিয়েশন বা ইমপা-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাক অভিনেতাদের ভারতীয় সিনেমায় সুযোগ দেওয়া হবে না। তাদের বয়কট করবে ইমপা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button