National

রাতের অন্ধকারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, উদ্ধারে এনডিআরএফ

দিল্লির অদূরে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় গত মঙ্গলবার রাত ৯টা নাগাদ একটি নির্মীয়মাণ ৬ তলা বাড়ি ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পাশের একটি ছোট বাড়ির ওপর পড়ে। ফলে সেটিও ভেঙে যায়। ২টি বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান অনেকে। যার মধ্যে একটি ৪ জনের পরিবারও রয়েছে। মঙ্গলবার রাতের পর বুধবার সকাল থেকেই পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা বিশাল ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।

এখনও পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন। যার মধ্যে অধিকাংশই শ্রমিক। যাঁরা বাড়ি তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। আর রয়েছেন বেশ কয়েকজন সুরক্ষাকর্মী। ইতিমধ্যেই নির্মীয়মাণ বাড়িটির মালিক সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করা যায়। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলেই মনে করছে প্রশাসন। উদ্ধারকাজের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ৪০০ জন উদ্ধারকারী উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। কিন্তু ধ্বংসস্তূপ সরানোর কাজ খুব সন্তর্পণে করতে হচ্ছে। কারণ যেভাবে এক একটা অংশ ঝুলছে তাতে তাড়াহুড়ো করলে সেগুলো উদ্ধারকারীদের ওপরই ভেঙে পড়তে পারে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button