উত্তরকাশী থেকে হৃষীকেশ যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। হৃষীকেশ-গঙ্গোত্রী হাইওয়ের দুর্গম পথ ধরে এগিয়ে চলা বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। সকলেরই গন্তব্য ছিল হৃষীকেশ। জানা গেছে, উত্তরাখণ্ড সরকারি পরিবহণের ওই বাসটি কিরগানি এলাকায় পাহাড়ি রাস্তায় পিছলে যায়। এরপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে পড়ে রাস্তা ঘেঁষা খাদে। পাহাড়ি এলাকার ঢাল ধরে প্রায় ২৫০ মিটার গভীরে গিয়ে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল তাঁদের হেলিকপ্টারের সাহায্যে হৃষীকেশ এইমসে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর উত্তরাখণ্ড সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।