
পাক অভিনেতাদের হয়ে সওয়াল করতে গিয়ে এমএনএস-এর তোপের মুখে পড়লেন বলিউড তারকা সলমন খান। গত শুক্রবার সলমন পাক অভিনেতাদের দেশে ফেরানোর বিরোধিতা করে বলেন, যাঁরা পাকিস্তান থেকে বলিউডে অভিনয় করতে এসেছেন তাঁরা সন্ত্রাসবাদী নন, শিল্পী। ভারত সরকারই তাঁদের এদেশে কাজ করার ছাড়পত্র দিয়েছে। শনিবার তার জবাবে এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেন, দেশে কী অভিনেতার কম পড়েছে যে পাকিস্তান থেকে অভিনেতাদের সুযোগ দিতে হবে? সলমন খানের যদি এত সমস্যা থাকে তবে তিনি পাকিস্তানে চলে যেতে পারেন। রাজ আরও বলেন, সীমান্তে জওয়ানরা দেশের সুরক্ষার জন্য লড়াই করছেন। তাঁরা যদি হঠাৎ অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন তাহলে কেমন হবে? তখন দেশের সীমান্ত আগলাবে কে? সলমন খান! রীতিমত হুঁশিয়ারির সুরে রাজ ঠাকরে জানিয়ে দিয়েছেন, সলমনের এত সমস্যা হলে তাঁরা সলমনের সিনেমাও এ দেশে চলতে দেবেন না।