গাড়ির গতি নেহাত কম ছিলনা। গাড়িতে ৩ যুবক তখন আনন্দে আত্মহারা। ছবি তুলছেন। সেলফি নিচ্ছেন। ভিডিও তুলছেন। এদিকে গাড়ি কিন্তু কোনও সোজা রাস্তা ধরে যাচ্ছে এমন নয়। আঁকা বাঁকা পাহাড়ি বিপদসঙ্কুল পথ ধরে এগোচ্ছে গাড়িটি। এই রাস্তায় যথেষ্ট মনোযোগ সহকারে চালানোও সহজ কথা নয়। সেই রাস্তায় ভিডিওতে হাসি মুখের পোজ দিতে দিতে বেপরোয়া গাড়ি চালানোর ফল কী হতে পারে অনুমেয়। হলও তাই। ভিডিও তোলার নেশায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারাল গাড়ি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে উল্টে পড়ল খাদে। মৃত্যু হল ১ বন্ধুর। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের নৈনিতালের কাছে। মৃত তরুণের নাম বিরেন্দর কুঁয়ার। সেনায় কর্মরত বিরেন্দর ছুটি কাটাতে এসেছিলেন বাড়িতে। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই সঞ্জু কুঁয়ার ও তাঁদের এক বন্ধু দিপু দানি। দুর্ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তাতেই দুর্ঘটনার আগের মুহুর্তের ও দুর্ঘটনার সময়ের ছবি পেয়েছেন তদন্তকারীরা।