যমুনা নদীর জলস্তর ক্রমশ বিপদসীমা ছাড়াচ্ছে। অন্যদিকে বিপদ আরও বাড়াচ্ছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের প্রবল বৃষ্টি। এই অবস্থায় দিল্লির নিচু এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরানো শুরু হয়ে গেল। যমুনার ধার ধরে বসবাসকারী মানুষজনকেও অন্যত্র সরানো শুরু করেছে প্রশাসন।
যমুনার জল দু’কুল ছাপিয়ে দিল্লিতে ঢুকতে শুরু করা এখন সময়ের অপেক্ষা। কারণ ধীরে ধীরে জল বেড়েই চলেছে। রবিবারের মধ্যেই যমুনার জল অনেকটা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সেচ দফতর।