বর্ষাকাল, তোফা আবহাওয়া। তার ওপর মহাবালেশ্বরের মত পাহাড়, সবুজ আর ঝরনায় ঘেরা চোখ জুড়নো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা। তাই সপ্তাহের শেষে দারুণ একটা পিকনিকের আয়োজন করেছিলেন মহারাষ্ট্রের অন্যতম সেরা কৃষি বিশ্ববিদ্যালয় ডক্টর বালাসাহেব সাওয়ান্ত কোঙ্কণ বিদ্যাপীঠের কর্মচারিরা।
শনিবার সকালেই সকলে হাজির হয়ে বাসের সামনে দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলে দারুণ খুশির দিনটা কাটাতে উঠে পড়েন বাসে। রত্নগিরির দাপোলি এলাকা থেকে বাস মহাবালেশ্বরের দিকে যাত্রা শুরু করে।
বেলার দিকে রায়গড় জেলার পোলাদপুরের কাছে পাহাড়ি রাস্তায় একটি বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় চালক সহ ৩৪ জনকে নিয়ে ছুটে চলা বাসটি। তারপরই পাশের অম্বেনালি ঘাটের গভীর খাদে গড়িয়ে পড়তে শুরু করে।
গভীর খাদে পড়ার পর যে কেউ বাঁচবেন না তা বলার অপেক্ষা রাখে না। কেবল খাদে পড়ার আগেই বিপদ আঁচ করে বাস থেকে লাফ দেন ১ ব্যক্তি। তিনি প্রাণে বেঁচে যান। বাকি ৩৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।
ঘটনার পরই উদ্ধারে নামেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। মর্মান্তিক এই দুর্ঘটনায় ট্যুইটারে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।