ভারী বর্ষণের জেরে গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত্যু হল ৪৫ জনের। কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশে। তার জেরে কয়েক জায়গায় ব্যাহত জনজীবন। অনেক জায়গায় জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। বিভিন্ন জায়গায় জল বাড়ায় গ্রামে গঞ্জে জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন। দ্রুত উদ্ধারকাজ চালাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় ভেঙে পড়ছে পুরনো বাড়ি। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের। তাই দ্রুত পুরনো বাড়িগুলি থেকে সেখানকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাহারানপুর ও মেরঠে বাড়ি ধসে নিহত হয়েছেন ৫ শিশু সহ ৮ জন।
এদিকে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত পশ্চিম উত্তরপ্রদেশ। নাগাড়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষজন। কাজকর্ম লাটে উঠেছে। স্কুল কলেজ বন্ধ। সড়ক জলের তলায় চলে যাওয়ায় বাস পরিবহণ স্তব্ধ। এরমধ্যেই বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দিতে শুরু করেছে।