মেহেন্দি পড়া নিয়ে তুলকালাম হল গুজরাটের ভারুচের কুইন অফ অ্যাঞ্জেলস স্কুলে। গৌরী ব্রত অনুষ্ঠানে পারম্পরিক প্রথা মেনেই হাতে মেহেন্দি পড়েছিল কয়েকজন ছাত্রী। কিন্তু মেহেন্দি তো একদিনেই ওঠেনা। তাই হাতে মেহেন্দি লাগা অবস্থাতেই স্কুলে আসে তারা। অভিযোগ হাতে মেহেন্দি থাকায় তাদের ক্লাস করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিভাবকদের ডেকে স্কুলের তরফে জানিয়ে দেওয়া হয় ছাত্রীদের হাতের মেহেন্দি যতদিন না প্রায় মিলিয়ে যাচ্ছে ততদিন তাদের স্কুলে যেন না পাঠানো হয়। এরপরই প্রতিবাদে সোচ্চার হন পড়ুয়াদের বাবা-মা সহ কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা। স্থানীয় বিধায়কও তাঁদের পাশে দাঁড়ান।
স্কুলে অশান্তি ছড়ানোয় সেখানে হাজির হয় পুলিশ। পরে অবশ্য চাপের মুখে স্কুলের তরফে বয়ান বদল করা হয়। স্কুলের অধ্যক্ষা নিজে সংবাদমাধ্যমের সামনে জানিয়ে দেন, এমন ঘটনা স্কুলে আর হবে না। এমন নয় যে তাঁরা খ্রিষ্টান উৎসবকেই বেশি গুরুত্ব দেন। তাঁরা সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করেন।