অল্পের জন্য রক্ষা পেলেন ১৪৫ জন যাত্রী সহ বিমানকর্মীরা। বিমানে আগুন লাগার পরও তাঁদের সুস্থ অবস্থায় বিমান থেকে বার করে আনা হয়। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে। কেন আগুন লাগল তা খতিয়ে দেখছে বিমান সংস্থা।
কুয়েত থেকে উড়ে আসে জাজিরা এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান। বিমানটি রানওয়ে ছোঁয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল ও গ্রাউন্ড স্টাফেরা দেখেন বিমানটির ডান দিকের ইঞ্জিনের টেলপাইপে আগুন জ্বলছে। দ্রুত খবর দেওয়া হয় পাইলটকে। তাঁকে সতর্ক করা হয়। পাইলট তখনই জ্বালানির যোগান বন্ধ করে দেন। এরপর বিমানটি দাঁড়ালে যাত্রীদের সুরক্ষিত অবস্থায় নামিয়ে আনা হয়।