ফারুক আবদুল্লার বাড়িতে জোর করে ঢোকার চেষ্টা করায় এক ব্যক্তিকে গুলি করে মারলেন সুরক্ষাকর্মীরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। জম্মুর ভাটিন্ডিতে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লার বাড়ির সামনে কড়া নিরাপত্তা বলয় রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে সেই সুরক্ষিত বাড়ির মূল ফটকে শনিবার সকালে আচমকাই একটি গাড়ি চালিয়ে এসে ধাক্কা মারে এক ব্যক্তি। প্রবল গতিতে গাড়িটি এসে গেটে ধাক্কা মারায় প্রথমে কিছুটা স্তম্ভিত হয়ে যান নিরাপত্তাকর্মীরা। এর মধ্যেই গেটে ধাক্কা মেরে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে জোর করে বাড়িতে ঢুকতে যায়। তাকে আটকাতে গেলে এক নিরাপত্তা আধিকারিকের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। তারপর জোর করে বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তি পুঞ্চ জেলার বাসিন্দা। তার নাম মুরতাজ। কিন্তু কেন সে এভাবে জোর করে ফারুক আবদুল্লার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করল তা এখনও অজানা। প্রসঙ্গত ফারুক আবদুল্লা এখন তাঁর বাড়িতে নেই। সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে তিনি বেশ কিছুদিন হল দিল্লিতে রয়েছেন।