এই অঞ্চলের বেশ কিছু নারকেল গাছে ছিল এদের বাসা। প্রতিদিন সকালে বাসা ছেড়ে তারা চলে আসত গ্রামের ধারের শুকিয়ে যাওয়া ক্যানালের ধারে। সেখানেই সারাদিন খুঁজে খুঁজে খাবার খেয়ে সন্ধেয় ফের ফিরে যেত নারকেল গাছে নিজেদের বাসায়। এটাই ছিল এখানকার ময়ূর ময়ূরীদের দৈনন্দিন রুটিন। আশপাশের গ্রামের সবাই একথা জানেন। সেই ময়ূরদের নিশ্চিন্ত জীবনে থাবা বসাল মৃত্যু। একটা দুটো নয়। গত শনিবার সকালে ৪৩টি ময়ূর ময়ূরীর মৃত্যু হল একসঙ্গে। যারমধ্যে ৯টি পূর্ণ বয়স্ক ময়ূর ও ৩৪টি ময়ূরী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মাঙ্গালাকুডি এলাকায়।
পশু চিকিৎসকরা দেহগুলি পরীক্ষার পর মনে করছেন গত শুক্রবারই তারা যে খাবার খায় তার সঙ্গে বিষ মেশানো থাকতে পারে। যার জেরে রাতেই পাখিগুলির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। উঁচু নারকেল গাছের বাসা থেকে মাটিতে আছড়ে পড়ে। পুলিশের অনুমান কেউ বা কয়েকজন ময়ূরগুলিকে মারার উদ্দেশ্যেই তাদের বিষ মেশানো খাবার খেতে দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে।