ব্লু বটল। ৬ ইঞ্চির মত লম্বা। নীলচে চেহারা। লম্বা দাঁড়াটাও নীলচে কালো। শরীরের একটা অংশ বর্ণহীন জলের মত রংয়ের। এমন এক সামুদ্রিক প্রাণি যার হুল ভয়ংকর। একবার ফোটালে জ্বলতে শুরু করবে শরীরের ওই অংশ। তবে প্রাণঘাতী নয়। কিন্তু হুল ফোঁটার যন্ত্রণা? তাও কী কম? অনেকে লেবুর রস দিয়ে যন্ত্রণা কমানোর চেষ্টা করেন। মুম্বইয়ের বিভিন্ন সমুদ্রতটে বর্ষাকালে এদের দেখা মেলে। বালির মধ্যে জড়োসড়ো হয়ে পড়ে থাকে। আর তার কাছে কেউ হেঁটে গেলেই ফুটিয়ে দেয় হুল। বড় হলে কষ্ট সহ্য করার চেষ্টা করেন। বাচ্চাদের ক্ষেত্রে যন্ত্রণা বেশি।
এখন বর্ষা। আর বর্ষায় এ বছরও মুম্বইয়ের সমুদ্রতট জুড়ে ব্লু বটলের আতঙ্ক। ইতিমধ্যেই নাকি বেশ কয়েকজন এর হুল খেয়েছেন। তাই প্রশাসনের তরফে বারবার মানা করা হচ্ছে মুম্বইয়ের কোনও সমুদ্রতটে ভুলেও খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটতে। জুতো থাকলে হুল খাওয়ার সম্ভাবনা কম। পা ঢাকা জুতো পড়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।