মাছ ধরাই তাঁদের কাজ। পেশায় মৎস্যজীবী ২ ভাই রাতদিন পরিশ্রম করেও এখনও তেমন একটা বড় অঙ্কের মুখ দেখতে পাননি। কিন্তু কথায় বলে ললাটের লিখন। আর সেই ললাট লিখনে রাতারাতি একটা মাছ বেচে সাড়ে ৫ লক্ষ টাকা রোজগার হয়তো লেখা ছিল। মুম্বই সংলগ্ন উপকূল জুড়ে মৎস্যজীবীদের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এটা এতদিনের সেই মাছ ধরার ইতিহাসে সোনালি দিন হয়ে রইল। কারণ এত টাকায় একটা মাছ আজ পর্যন্ত সেখানে বিক্রি হয়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে জানা গেছে, ওই ২ ভাই গত রবিবার মুম্বইয়ের কাছে সমুদ্রে মাছ ধরার সময়ে জালে পান একটি ৩০ কেজি ওজনের অতিকায় ঘোল মাছ। এমনিতেই রীতিমত দামী মাছ হিসাবে বিখ্যাত ঘোল। যেমন তার স্বাদ, তেমন তার ওষধি গুণ। মন ভাল করা স্বাদের পাশাপাশি নাকি মাছটির বিভিন্ন অঙ্গ ওষধি গুণে ভরা। কথায় বলে ঘোল হল এমন মাছ যার হৃদয় সোনার তৈরি হয়। মাছের ছাল থেকে নাড়িভুঁড়ি কিছুই ফেলার নয়। একটা ছোট ঘোল মাছও হাজার টাকা কেজির নিচে বিক্রি হয়না। মাছটি ধরার পড়ার পর গত সোমবার সেটিকে নিলামে তোলা হয়। কিছু সময়ের মধ্যেই সাড়ে ৫ লক্ষ টাকা দাম উঠে যায় সেটির। বিক্রি হয়ে যায় ওই দামে। রাতারাতি মোটা টাকা হাতে এসে যায় ২ ভাই মহেশ ও ভারতের।