বারাণসীতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ২৪ জনের। মৃতদের মধ্যে ১৭ জন মহিলা ও ৭ জন পুরুষ। আহত বহু। পুলিশ সূত্রে খবর, ধর্মীয় গুরু জয় গুরুদেবের ডাকে সাড়া দিয়ে গঙ্গার ধারে ডোমরি গ্রামে তাঁর আশ্রমে ২ দিনের একটি ক্যাম্প করতে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হয়েছিলেন। এই ডোমরি গ্রামে যেতে গেলে গঙ্গা পার করতে হয়। বারাণসী ও চান্দাউলি জেলার সংযোগস্থলে অবস্থিত রাজঘাট ব্রিজের ওপর দিয়ে শনিবার বিকেলে হাজার হাজার মানুষ ডোমরি গ্রামের দিকে যাচ্ছিলেন।
সংগঠকদের দাবি, সেই সময়েই গুজব ছড়ায় যে ব্রিজটি লোকের ভারে ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর চেষ্টায় ব্রিজের ওপর ছোটাছুটি শুরু হয়ে যায়। ব্রিজ থেকে নামার দিকে হুড়মুড়িয়ে ছুটতে গিয়ে পা হড়কে রাস্তায় পড়ে যান অনেকে। বাকিরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে তখন প্রাণ বাঁচাতে ছুটছেন। ফলে তাঁদের পায়ের তলায় পিষ্ট হয়ে যান অনেকে। এঁদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়। বাকিরা কম বেশি আহত। স্থানীয় প্রশাসনের দাবি, এই ক্যাম্পে ৩ হাজার মানুষের যাওয়ার ছাড়পত্র ছিল। কিন্তু বাস্তবে লক্ষাধিক মানুষ ক্যাম্পে যোগ দিতে এগোচ্ছিলেন। উত্তরপ্রদেশ সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ট্যুইটারে মৃতদের আত্মার শান্তি কামনা করে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।