গত সোমবার মুম্বই পুরসভার একটি স্কুলে ছাত্রীদের আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট দেওয়া হয়েছিল। স্কুল থেকেই বিনামূল্যে এই ট্যাবলেট খাওয়ানো হয়। উদ্দেশ্য অবশ্যই ছিল ছাত্রীদের স্বাস্থ্যের উপকার। কিন্তু বাস্তবে হল উল্টো। ট্যাবলেট খাওয়ার ৪ দিন পর ১ ছাত্রীর মৃত্যু হয়েছে। তাকে দেখে আতঙ্কে ১৬০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি। আশঙ্কা করা হচ্ছে ওই আয়রন ট্যাবলেট থেকেই বিষক্রিয়া হয়েছে। তবে এখনও পুরো বিষয়টি পরিস্কার নয়। কারণ ওই ট্যাবলেট আরও বহু স্কুলেই খাওয়ানো হয়েছিল। সেখানে ছাত্রছাত্রীদের কোনও সমস্যা হয়নি। কেবল এই স্কুলের ছাত্রীরাই সমস্যায় পড়ল। ফলে এই স্কুলে যে ট্যাবলেটের বান্ডিল এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্কুল জানাচ্ছে যে ছাত্রীর মৃত্যু হয়েছে সে গত সোমবার ট্যাবলেট খেয়েছিল। তারপর দিন স্কুলে আসেনি। তারপর বুধ ও বৃহস্পতি স্কুলে আসে। শুক্রবার তার রক্ত বমি শুরু হয়। পরে তার মৃত্যু হয়। ছাত্রছাত্রীদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতা কমাতে কেন্দ্রীয় সরকারি উদ্যোগেই এই ট্যাবলেট সারা ভারত জুড়ে বিভিন্ন স্কুলে খাওয়ানো হয়। এই স্কুলেই শুধু এমন এক বিষক্রিয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তদন্ত শুরু হয়েছে। ঠিক কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হল তাও খতিয়ে দেখা হচ্ছে।