সামনেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তাই গোটা নয়াদিল্লিই এখন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়া। কিন্তু সেখানেও যে কতটা ফাঁক রয়েছে তা বোঝা গেল সোমবার। এদিন সংসদ ভবনের কাছে কনস্টিটিউশন ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদ। অনুষ্ঠানের ফাঁকে বাইরে রাস্তায় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন উমর। অভিযোগ, তখন সেখানে ৩ জন হাজির হয়। সাদা জামা পড়া এক ব্যক্তি উমর খালিদকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। খালিদ টাল সামলাতে না পেরে পড়ে যাওয়ায় ২টি গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে প্রাণে বেঁচে যান খালিদ।
এদিকে গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। কিন্তু তাড়াহুড়োতে বন্দুকটি হাত থেকে রাস্তায় পড়ে যায়। সেটি পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশ্ন উঠছে অত কড়া সুরক্ষা বলয়ে মোড়া জায়গায় ৩ জন ঢুকে একজনকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গেল! অথচ তাদের আটকানো গেল না! পাকড়াও করাও গেল না!
উমর খালিদ নাকি আগেই খুনের হুমকি পেয়েছিলেন। তা তিনি পুলিশে লিখিত আকারে জানিয়েও ছিলেন। এ যাত্রায় রক্ষা পেলেও তাঁর জীবন সংশয় রয়েছে বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা।