দল থেকে ইস্তফা দেওয়ার জন্য দিনটা ভালই বেছেছিলেন আম আদমি পার্টির বরিষ্ঠ নেতা আশুতোষ। দীর্ঘসময় সাংবাদিকতার পর আম আদমি পার্টির হয়ে ২০১৪ সালে ভোটে দাঁড়ান তিনি। তারপর থেকে প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়া। আপ নেতা হিসাবে সুনামও হয়েছিল তাঁর। কিন্তু স্বাধীনতা দিবসে তাঁর একটি ট্যুইট আপের সমস্যা বাড়াল। আশুতোষ এদিন ট্যুইট করে জানান সব পথচলারই একটা শেষ আছে। নেহাতই ব্যক্তিগত কারণে আপ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। তাঁর ইস্তফা যেন গ্রহণ করা হয়।
আশুতোষ ইস্তফা দিলেও তা মানছেন না আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ পাল্টা ট্যুইট করে জানিয়ে দেন তিনি আশুতোষের এই ইস্তফা গ্রহণ করছেন না। এ জন্মে তিনি আশুতোষের ইস্তফা গ্রহণ করতে পারবেন না বলেও জানিয়ে দেন কেজরিওয়াল।