বন্যা বিধ্বস্ত কেরালায় গত ২ দিন ধরে বৃষ্টি তেমন নেই। টুকটাক বৃষ্টি হলেও তা ভয়ংকর কিছু নয়। যদিও আবহাওয়া দফতরের তরফ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কেরালার মানুষ এখন আকাশে মেঘ দেখলেও ডরাচ্ছেন! আর যাই হোক, বৃষ্টি চাইছেন না তাঁরা। বৃষ্টি কেড়ে নিয়েছে তাঁদের জীবন। তাঁদের বাড়ি ঘর। শেষ সম্বলটুকু হারিয়ে অনেকেই পথে বসেছেন। কোথায় ঠিক বাড়িটা ছিল তাও বুঝে উঠতে পারছেন না তাঁরা। চারদিকে শুধু জল আর জল। এরমধ্যেই শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। জল নামছে। জল সরে বেরিয়ে আসছে বাড়িঘর। ত্রাণ শিবির ছেড়ে এক এক করে মানুষ ঘরে ফেরা শুরু করেছেন। কিন্তু অনেকেই নিজেদের বাড়ির দশা দেখে কেঁদে ফেলছেন। প্রায় সব কিছু ভেসে গেছে বন্যার স্রোতে। তারমধ্যেই শুরু হয়েছে পরিস্কারের কাজ। বাসস্থানকে বাসযোগ্য করে তোলার লড়াই।
কেরালায় অনেক জায়গা থেকে জল নামা শুরু হলেও জলযন্ত্রণা কিন্তু পিছু ছাড়েনি। অনেক জায়গায় জল এখনও নামেনি। খড়কুটোর মত জলে ভাসছে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র। জল যেখানে নেমেছে সেখানে সাপখোপ থেকে পোকামাকড়ের উপদ্রব নতুন সমস্যা তৈরি করেছে। এত আবর্জনা নিয়ে কী করবেন তাই বুঝে উঠতে পারছেন না সদ্য জল নামা এলাকার বাসিন্দারা। কাদামাটি লেপটে নরকের অবস্থা চারদিকে। পাহাড়ি রাস্তাগুলোর মাটি টানা বৃষ্টি আর জলে গিয়েছে নরম হয়ে। সেখানে মাঝেমধ্যেই নরম মাটি ধসে বিপর্যয় বাধাচ্ছে। সব মিলিয়ে কেরালা এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে কঠিন লড়াইয়ের জন্য কোমর কষছে।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)