সকাল প্রায় সাড়ে ৮টা। ছুটির দিন। ফলে বহুতলের সব পরিবারেই একটা ছুটির আলস্য। তার মাঝেই আচমকা পোড়া গন্ধে চমকে ওঠেন সকলে। আগুনের লেলিহান শিখা নজরে পড়ে ১২ তলায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারধার। খবর যায় দমকলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বহুতলের বাসিন্দাদের মধ্যে। ১২ তলার নিচে যাঁদের বাস তাঁরা দ্রুত প্রাণ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে থাকেন। দমকল এসে ১২ তলা ও তার ওপরের তলে থাকা বাসিন্দাদের ক্রেনে করে নামিয়ে আনা শুরু করে। সেইসঙ্গে শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। দমকলের ৮টি ইঞ্জিন, ৪টি ট্যাঙ্কার দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মুম্বইয়ের পারেল এলাকার হিন্দমাতা সিনেমা হলের কাছে ১৭ তলা আবাসন ক্রিস্টাল টাওয়ারে লাগা এই আগুনে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে আগুনে ঝলসে ৪ জন বাসিন্দার মৃত্যু হয়। যারমধ্যে এক বৃদ্ধাও রয়েছেন। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।