
প্রত্যুষা কী আত্মহত্যাই করেছেন? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? আপাতত এই প্রশ্নই তাড়া করে বেড়াচ্ছে তদন্তকারী আধিকারিকদের। শনিবার প্রত্যুষার প্রেমিক রাহুল রাজকে একটানা জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। বালিকা বধূ সিরিয়ালের নায়িকা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত কারণেই আত্মহত্যা করেছেন ছোট পর্দার এই সফল নায়িকা। তবে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাঁরা। বালিকা বধূ সিরিয়ালের প্রধান চরিত্র আনন্দী। সেই চরিত্রে সাফল্যের সঙ্গেই অভিনয় করছিলেন প্রত্যুষা। প্রত্যুষার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন বলিউডের অনেক তারকা। বিজেপি নেত্রী সাজিয়া ইলমি প্রত্যুষার মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেছেন।