ভিডিওটা প্রথমে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই কার্যত ছড়িয়ে পড়ে খবর। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে রাজস্থানে। রাজস্থানের দাউসা জেলায় জাগনের গ্রামের ঘটনা। এখানেই একটি আন্ডারপাস দিয়ে প্রতিদিনই যাতায়াত করে অনেক গাড়ি। সেখান দিয়েই নিত্য যাতায়াত স্কুল বাসটিরও। কিন্তু গত ২ দিনের টানা বৃষ্টিতে সেই আন্ডারপাসটি জলে ভরে গেছে। এই অবস্থায় ওখান দিয়ে গাড়ি চলাচল প্রায় অসম্ভব। কিন্তু তা সত্ত্বেও কেন স্কুল বাসটির চালকের ওখান দিয়ে যাওয়ার কথা মনে হল তা এখনও পরিস্কার নয়। বাস ভর্তি ছাত্র নিয়ে স্কুল বাসটি বেশ কিছুটা জল ঠেলে এগোলে বাসটির জানালা পর্যন্ত জল উঠে আসে। আটকে যায় বাসটি।
এই অবস্থায় কোনওক্রমে ৫০ জন ছাত্রকে বাসটির ছাদে তোলা হয়। কিন্তু বাস যদি কোনও কারণে হড়কেও যায় তাহলেই ডুবোন জলে। এই অবস্থায় বাসের ছাদে দাঁড়িয়ে বাঁচার আর্তি জানাতে থাকে ছাত্ররা। জড়ো হয়ে যান স্থানীয়রা। তাঁরাই জলে নেমে সাঁতার কেটে ছাত্রদের এক এক করে উদ্ধার করেন। গ্রামবাসীদের এই চেষ্টায় অবশেষে বড় অঘটনের হাত থেকে রেহাই পায় ৫০ ছাত্র।