উত্তরপ্রদেশের বিজনৌর জেলার ওপর দিয়েই বয়ে গেছে কোটাওয়ালি নদী। প্রবল বর্ষণের জেরে সেই নদীও ফুঁসছে। জলের স্রোতে প্রবল টান। উত্তাল হয়ে বয়ে চলেছে জল। তার মধ্যেই পড়ে যায় একটি তেলের ট্রাক। স্রোতের টানে ট্রাকটি খড়কুটোর মত ভেসে যেতে থাকে। স্থানীয় প্রশাসন জানায়, সে সময়ে ওই ট্রাকে চালক সহ ৪ জন ছিলেন। তাঁরাও ভেসে যেতে থাকেন। কিছুই করার ছিল না তাঁদের। যদিও পরে তাঁদের উদ্ধার করা হয়।
উত্তরপ্রদেশ জুড়ে প্রবল বর্ষণে ক্রমশ বিভিন্ন জেলার অবস্থা শোচনীয় হচ্ছে। অনেক জায়গায় জল লোকালয়ের মধ্যে দিয়ে বইছে। ইতিমধ্যেই বন্যায় ৬ জনের মৃত্যু হয়েছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। এদিকে বৃষ্টি এখনও চলবে বলেই পূর্বাভাস, ফলে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। গত শুক্রবার বন্যা বিধ্বস্ত বারাবাঁকি, গোণ্ডা ও লখিমপুরের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।