উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে ফেরার পথে গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসের এস ৬ কামরায় আগুন লেগে মৃত্যু হয় ৫৯ জনের। যারমধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু পুণ্যার্থী। সেই ঘটনাকে কেন্দ্র করে ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুজরাট জুড়ে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। গোধরার সেই ঘটনায় অবশেষে ২ জনকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আমেদাবাদের বিশেষ আদালত। ২ অভিযুক্ত ফারুক ভানা ও ইমরানকে যাবজ্জীবনের নির্দেশ দেয় আদালত। তবে আরও ৩ অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। এই ৫ অভিযুক্তকে ২০১৫ ও ২০১৬ সালে গ্রেফতার করা হয়। বিভিন্ন জায়গা থেকে তাদের এক এক করে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
এখনও পর্যন্ত গোধরা কাণ্ডে আরও ৮ অভিযুক্ত পলাতক। এদিকে এর আগেই আদালত এই মামলায় ৩১ জনকে দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দেয়। ৬৩ জন প্রমাণের অভাবে বেকসুর খালাস পান।