স্কুলে নিত্যদিন তার সম্বন্ধে নালিশ আসত। মারামারি, অশান্তি করা ছিল তার নিত্য দিনের কাজ। এমন এক ছাত্রকে আর স্কুলে রাখতে চাননি প্রধান শিক্ষক সঞ্জীব কুমার। তাকে স্কুল থেকে বার করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ওই ছাত্র মাকে সঙ্গে করে হাজির হয় প্রধান শিক্ষকের কাছে। তাকে স্কুল থেকে বার না করে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু প্রধান শিক্ষক নিজের অবস্থানে অনড় থাকেন। যখন ওই ছাত্র বুঝতে পারে তার আর ওই স্কুলে ফেরার উপায় নেই, তখন সে তার মাকে সঙ্গে করে বাড়ি ফিরে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একা ফিরে আসে। অভিযোগ, এরপরই ওই ছাত্র আগ্নেয়াস্ত্র বার করে প্রধান শিক্ষককে গুলি করে। তাঁর বাঁ কাঁধে গুলি লাগে। আহত রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত ছাত্র।
চমকে দেওয়ার মত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। বছর ১৬-র ওই ছাত্রের বিরুদ্ধে প্রধান শিক্ষককে হত্যার চেষ্টা ও বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার মামলা রুজু হয়েছে। পুলিশ অভিযুক্ত ছাত্রের খোঁজ শুরু করেছে।