প্রতিবেশি দেশে মেঘ ভাঙা বৃষ্টি। তার জের এবার বইতে হচ্ছে ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিকে। সৌজন্যে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের বানভাসি চেহারা নতুন না হলেও এবার পরিস্থিতি গত ৫০ বছরের মধ্যে সবথেকে খারাপ হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে।
ব্রহ্মপুত্রের উচ্চপ্রবাহ সাংপো চিনে অবস্থিত। সেখানেই মেঘ ভাঙা বৃষ্টিতে চরম বিপর্যয় নেমেছে। গত বৃহস্পতিবার থেকে সাংপো নদী দিয়ে ৯০২০ কিউমেক জল প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে চিনা প্রশাসন। সেই জল ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং নদী দিয়ে প্রবেশ করে পরবর্তীকালে ব্রহ্মপুত্র দিয়ে প্রবাহিত হচ্ছে। অসমের ব্রহ্মপুত্র দিয়ে ইতিমধ্যেই ৯৫০ কিউমেকের বেশি জল প্রবাহিত হতে শুরু করেছে।
সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের। অরুণাচলে সিয়াং তীরবর্তী গ্রামগুলি শুধু বন্যার জলে প্লাবিতই হয় না, পাহাড়ের গায়ে থাকা এই সব গ্রাম ধসে নিশ্চিহ্ন হয়ে যায়। সেরাম ও তীরবর্তী গ্রামগুলি থেকে ইতিমধ্যেই কয়েকশো মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার অভয়ারণ্যগুলিতে জল ঢুকে ক্ষতি হয়েছে বন্য প্রাণিদেরও।
অরুণাচলের সিয়াং জেলা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসমে এখনও জল সেভাবে না বাড়লেও সমস্ত এয়ারবেসগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।