National

পাহাড়ে প্রবল বর্ষণ, আচমকাই ভয়ংকর রূপ ধারণ করল কেম্পটি

ভয়ংকর চেহারা নিয়ে তোড়ে জলরাশি নেমে আসছে পাহাড়ের ওপর থেকে। আছড়ে পড়ছে রাস্তার ওপর। আছড়ে পড়ছে আশপাশের দোকানের ওপর। যেখানে বসে মানুষজন জলপ্রপাত উপভোগ করতেন সেখানে পর্যন্ত জল এসে আছড়ে পড়ছে। আর শুধু কী জল! জলের সঙ্গে তোড়ে নেমে আসছে প্রচুর কাদামাটি, পাথরের খণ্ড। জল নামছেই মেটে রং নিয়ে। গত রবিবার এমনই ভয়ংকর রূপে দেখা গেল বছরভর চোখ জুড়িয়ে দেওয়ার মত মুসৌরির কেম্পটি জলপ্রপাতকে।

কেম্পটি জলপ্রপাত। মুসৌরির মত প‌র্যটনস্থলের অন্যতম আকর্ষণ। পর্যটকদের কাছে মুসৌরি আসার অন্যতম আকর্ষণই হল কেম্পটি। ৪০ ফুট ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে জল। সেই শ্বেতশুভ্র জলপ্রপাত আর তার পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই এখানে ভিড় জমান মানুষজন। সেই সুন্দরী কেম্পটি জলপ্রপাত যে প্রবল বৃষ্টির জেরে এমন রূপ ধারণ করবে কে জানত? রবিবার কেম্পটি ভয়ংকর চেহারা নেওয়ার পরই দ্রুত প্রায় ২০০ জন পর্যটককে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত শুরু হয় মানুষজনকে সেখান থেকে উদ্ধারের কাজ।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button