গণিতজ্ঞ তথা গবেষক এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। তামিলনাড়ুর তুতিকোরিন বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সুন্দররাজনের অভিযোগেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পাল্টা ওই তরুণীর বাবা সুন্দররাজনের বিরুদ্ধে অপরাধমূলক হুমকির অভিযোগ দায়ের করেছেন। যদিও সে বিষয়ে পুলিশ কোনও মামলা করেনি।
একই বিমানে ভ্রমণ করছিলেন ২৮ বছরের তরুণী গণিতজ্ঞ তথা গবেষক লুইস সোফিয়া ও তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সুন্দররাজন। অভিযোগ বিমানে ওড়ার সময় সহযাত্রীদের সামনেই বিজেপি সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে স্লোগান দিতে থাকেন ওই তরুণী। তুতিকোরিন বিমানবন্দরে নেমে বিষয়টি নিয়ে অভিযোগ জানান সুন্দররাজন। তাঁর অভিযোগ, বিমান কোনও জনমঞ্চ নয় যে সেখানে এমন স্লোগান দেওয়া যায়। এ ধরণের স্লোগানের পর তিনি প্রাণসংশয়ের আশঙ্কা করছেন। এরপরই গ্রেফতার করা হয় লুইস সোফিয়াকে। তাঁকে ১৫ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইতিমধ্যেই ডিএমকে প্রধান স্ট্যালিন ওই তরুণীর অবিলম্বে মুক্তির দাবিতে সোচ্চার হয়েছেন।
প্রসঙ্গত সোফিয়া এমন কাজ আচমকাই করেননি। তিনি দীর্ঘদিন ধরেই গণআন্দোলনের সঙ্গে যুক্ত। স্টারলাইট কপার তৈরির কারখানার বিরুদ্ধেও তাঁকে সোচ্চার হতে দেখেছেন তামিলনাড়ুর মানুষ।