বর্ষায় ব্রহ্মপুত্র নদে জল বাড়ে। হিমালয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টিতে আরও জল বেড়েছে। ব্রহ্মপুত্রে জল বাড়বে বলে সতর্কবার্তাও ছিল। অসমের গুয়াহাটির ফ্যান্সি বাজারে বুধবার সেই ব্রহ্মপুত্রের এপার থেকে ওপারে যাচ্ছিল একটি ভুটভুটি। যাত্রী সংখ্যা ছিল ৪০। কিন্তু অন্যপারে যাওয়ার আগেই আচমকা উল্টে যায় যাত্রী বোঝাই নৌকাটি। মাঝ ব্রহ্মপুত্রে ভেসে যান ৪০ জন। তাঁদের কারও এখনও খোঁজ নেই। ঘটনাটি ঘটে বুধবার দুপুর দেড়টা নাগাদ।
ইতিমধ্যেই ব্রহ্মপুত্রে তল্লাশি শুরু হয়েছে। তবে ব্রহ্মপুত্র এখন জলে টইটম্বুর। স্রোতও রয়েছে। তারমধ্যেই বেশ কয়েকজন নৌকাডুবির পর সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ব্রহ্মপুত্রের পাড়ে ঘটনার পর বহু মানুষ ভিড় জমান। ভিড় জমান নিখোঁজদের উদ্বিগ্ন আত্মীয় পরিজনেরাও। নৌকায় অনেক মহিলা ও শিশু ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকাজ চলছে।