র্যাগিংয়ের জুজু কাবু করে রাখে বিভিন্ন কলেজে সবে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের। প্রথম বর্ষে ভর্তির পরই র্যাগিংয়ের শিকার হয়ে অনেক ছাত্র পড়া ছেড়ে দিয়েছে বা জীবন হারিয়েছে এমন নজিরও রয়েছে। যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এটা বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু লাভ কতটা হয়েছে তা বলা মুশকিল। আবারও সামনে এল র্যাগিংয়ের এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছে কেরালার ইদুক্কি জেলার ডিসি স্কুল অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিতে। অভিযোগ, এখানে সিনিয়র পড়ুয়াদের হাতে আক্রান্ত হন প্রথম বর্ষের ছাত্র অতুল মোহন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে ৫ জন পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বছর ২৩-এর অতুল ডিসি স্কুল অফ ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার পর সিনিয়র দাদারা তাঁর দুহাতে রড ও মোবাইল ফোন ধরিয়ে দেয়। তারপর তাঁর হাতে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। শর্ত ছিল হাতে আঘাত করলেও কোনও হাত থেকে যেন জিনিস না পরে। কিন্তু মোবাইল ফোনটি পড়ে যায়। অভিযোগ, এরপর ৩ ঘণ্টা ধরে অতুলকে মারধর করে সিনিয়র দাদারা। প্রথম বর্ষের আরও কিছু পড়ুয়াকে এরকম নানা বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে বলে অভিযোগ। কলেজ কর্তৃপক্ষের তরফে তদন্ত কমিটি গঠিত হয়েছে। পাশাপাশি অতুলের অভিযোগক্রমে ৫ জন ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।