একটি বেসরকারি পেট্রোকেমিক্যাল কারখানার গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৬ শ্রমিকের। গুরুতর আহত ৬ জন হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ৩ শ্রমিকের কোনও খোঁজ নেই। তাঁদের খোঁজ চলছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শ্রমিকদের দেহ উড়ে গিয়ে পড়ে কাছের একটি মাঠে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে।
ট্যাঙ্কারে মেরামতির কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর এলাকার বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। আসেন শ্রমিকদের পরিবারের লোকজনও। জনতার একাংশের দাবি, যথেষ্ট সুরক্ষা বন্দোবস্ত ছাড়াই শ্রমিকদের দিয়ে মেরামতির কাজ করানো হচ্ছিল। ঘটনার পর ওই কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। কেন বিস্ফোরণ হল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।