সিবিএসই পরীক্ষায় সেরাদের তালিকায় ছিলেন তিনি। সম্মানিত হয়েছিলেন রাষ্ট্রপতির কাছে। এমন এক কৃতী ছাত্রী শিকার হলেন গণধর্ষণের। তাঁকে অপহরণ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। অত্যাচারের পর তাঁকে স্থানীয় বাসস্টপে ফেলে যায় দুষ্কৃতিরা।
জানা যায়, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীটি পড়তে যাওয়ার সময় ৩ জন তাঁকে ঘিরে ধরে। জোর করে তুলে নিয়ে যায় একটি মাঠে। গত বুধবার সেখানেই গণধর্ষণের শিকার হন ওই তরুণী। তবে শুধু ৩ জন নয়, মাঠে থাকা আরও কয়েকজন ব্যক্তিও ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, সকলেই ওই গ্রামের বাসিন্দা।
পরিবারের দাবি, এই ঘটনায় পুলিশ নাকি প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে অবশ্যই অভিযোগ গ্রহণ করা হয়। তদন্তও শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনা সামনে আসতেই হরিয়ানা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে বিরোধীরা। রাজ্য চালাতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি করেছেন তাঁরা। অন্যদিকে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।