হরিয়ানার কৃতী ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে এল এক সেনা কর্মীর নাম। হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে গত ১২ সেপ্টেম্বর সিবিএসই পরীক্ষায় প্রথম হওয়া তরুণী পড়তে যাচ্ছিলেন। সে সময়ে হরিয়ানার রেওয়ারি এলাকায় বছর ২০-র ওই তরুণীকে মাঠের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৩ যুবক। রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পাওয়া কৃতী ছাত্রীর এই পরিণতির কথা সামনে আসতেই বিভিন্ন মহল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ আসতে থাকে। তারপরই অভিযুক্ত ৩ যুবককে চিহ্নিত করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খোদ হরিয়ানার মুখ্যমন্ত্রী।
৩ অভিযুক্তের সম্বন্ধে খবর দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। শনিবার হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়, অভিযুক্তদের মধ্যে ১ জন সেনা কর্মী। রাজস্থানে কর্মরত সে। তাকে পাকড়াও করতে রাজস্থান পাড়ি দিচ্ছে পুলিশের একটি দল। বাকি ২ অভিযুক্তের খোঁজেও জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।