আতঙ্কের প্রহর কাটালেন জেট এয়ারওয়েজের বিমানের যাত্রীরা। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ মুম্বই বিমানবন্দর থেকে জয়পুরের উদ্দেশে যাত্রা শুরু করে জেট এয়ারওয়েজের একটি বিমান। বিমানটি ছাড়ার একটু পর থেকেই শ্বাসকষ্টে ভুগতে থাকেন যাত্রীরা। অক্সিজেন মাস্ক পরে নিজেদের সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে লাভের লাভ কিছু হয়নি। বরং সময় যত যেতে থাকে ততই কারও কারও নাক কান দিয়ে রক্ত বার হতে থাকে। ৩০ জনেরও বেশি যাত্রী মাথা ব্যথা ও নাক-কান দিয়ে রক্ত পড়ার অভিযোগ করেন। একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় বিমানে। বিমানের মধ্যে শোরগোল পড়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে বিমানকে পুনরায় বিমানবন্দরে ফেরানো হয়।
জেট এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, বিমানের মধ্যে বায়ুর চাপ ঠিকমত নিয়ন্ত্রিত না হওয়ার ফলে এই বিপত্তি। মুম্বই বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার পরে কেবিন ক্রু এয়ার প্রেশার নিয়ন্ত্রণ করতে ভুলেই গিয়েছিল। সেই সুইচ না অন করায় এই বিপত্তি। এই ঘটনার জেরে ক্ষমা চেয়েছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। সেইসঙ্গে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত কেবিন ক্রু-কে। সব ঠিকঠাক হওয়ার পর সকাল সওয়া ১০টা নাগাদ ওই বিমানটি আবার জয়পুরের উদ্দেশে যাত্রা করে।