জুভেনাইল হোমে কাশির সিরাপ খেয়ে নেশা করার অভিযোগ ছিল ৫ কিশোরের বিরুদ্ধে। যা চোখে পড়ে যায় হোমের ওয়ার্ডেনের। হোম ঘুরে দেখার সময়ে নেশার জন্য ব্যবহৃত একটি কাশির সিরাপের বোতল হাতে পান ওয়ার্ডেন। এরপরই ওই হোমের আবাসিক ৫ কিশোরকে অন্যত্র সরানোর ব্যবস্থা করেন তিনি। অভিযোগ, সেই রাগে অভিযুক্ত কিশোররা গুলি করে খুন করল ওয়ার্ডেনকে। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, শুধু ওয়ার্ডেনই নয়, তাদের হাতে খুন হয়েছে ওই হোমেরই আবাসিক অন্য এক কিশোর। ঘটনাটি ঘটেছে বিহারের পুর্ণিয়া জেলায়। জানা গেছে, অভিযুক্ত ৫ জনের মধ্যে ১ জন জনতা দল ইউনাইটেডের এক নেতার ছেলে। অন্য একজনের বিরুদ্ধে পুলিশের কাছে প্রচুর মামালা রয়েছে।
ওই কিশোরদের কাছে বন্দুক কোথা থেকে এল তা তদন্ত করে দেখছে পুলিশ। জানা যায়, গত মঙ্গলবার কাশির সিরাপ নিয়ে নেশা করছিল ওই কিশোরেরা। সে সময় হোম পর্যবেক্ষণে আসেন ওয়ার্ডেন বিজেন্দ্র কুমার। সিরাপের বোতল হাতে পান তিনি। এরপরই তিনি জুভেনাইল আদালতে অনুরোধ জানান ওই ৫ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। বুধবার তা কার্যকর হয়। অভিযোগ, তারপরই বিজেন্দ্র কুমারকে খুন হতে হয়। এদিকে বিজেন্দ্র কুমারকে হত্যার পর ওই কিশোরদের সন্দেহ হয় ওই হোমেরই এক আবাসিক ছাত্র সব জানিয়ে দিয়েছিল বিজেন্দ্রকে। সেই রাগে তারা ওই ১৭ বছরের কিশোরকেও হত্যা করে। ঘটনার পর পালিয়ে যায় ৫ কিশোর। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।