National

সস্তায় বিমানযাত্রার সুযোগ, জানুয়ারি থেকে চালু ‘উড়ান’

জানুয়ারি থেকে চালু হবে পরিষেবা। তবে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার। দেশের সাধারণ মানুষও যাতে বিমানে যাতায়াতের সুবিধা ভোগ করতে পারেন সেজন্য কেন্দ্র ‘উড়ে দেশ কা আম নাগরিক’ বা ‘উড়ান’ চালু করার কথা ঘোষণা করেছিল। সেই প্রকল্পের এদিন উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু।

এই প্রকল্পের আওতায় বিমানে ১ ঘণ্টার রুটে এবার থেকে আড়াই হাজার টাকার টিকিটের সুবিধা সাধারণ মানুষ ভোগ করতে পারবেন। এতে ছোট শহরগুলির সঙ্গে যেমন প্রধান শহরে যাতায়াতের সুবিধা বাড়বে। তেমনই ছোটছোট শহরগুলির মধ্যেও বিমানে যাতায়াতের প্রবণতা বাড়বে। বড় বিমানবন্দরগুলিতে বিমান অবতরণের ক্ষেত্রে বিশেষ একটি লেভি চালু করে এই পরিষেবার খরচ বহন করা হবে। এদিকে কনজিউমার প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করে এই আড়াই হাজারি বিমান ভাড়া কমানো বাড়ানো হবে। ১ হাজার ৪২০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে ভাড়ার অঙ্ক। উড়ান চালু হলে অন্তত ৩০টি ছোট বিমান বন্দরে নিয়মিত বিমান চলাচল শুরু হবে বলে আশাবাদী কেন্দ্র।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button