২ দুষ্কৃতিকে ধরতে এনকাউন্টারের রাস্তায় হাঁটল পুলিশ। আর তা নিশ্চিন্তে ক্যামেরা বন্দি করতে পারলেন সাংবাদিকরা। পুলিশই এই এনকাউন্টারের আগে সাংবাদিকদের ডেকে ছবি তোলার অনুমতি দেয়। ফলে সেই রোমহর্ষক ছবি এখন অনেক মিডিয়ায় দেখা যাচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই মুস্তাকিম ও নৌসাদ নামে ২ কুখ্যাত দুষ্কৃতিকে খুঁজছিল পুলিশ। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তারা উত্তরপ্রদেশের আলিগড়ের কাছে তাদের দেখতে পায় পুলিশ। একটি বাইকে করে পালাচ্ছিল তারা। তা নজরে পড়তে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের হাতে ধরা না দিয়ে তারা প্রায় ৪ কিলোমিটার দূরে একটি ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। অবস্থা বেগতিক বুঝে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতিরা। পাল্টা পুলিশও গুলি চালায়। এই গুলির লড়াইতে এক পুলিশকর্মী আহত হন। অন্যদিকে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চালানোর পর ২ দুষ্কৃতি গুলিবিদ্ধ হয়। পুলিশে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।