বেলা সাড়ে ১১টা। দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের আজাদপুর স্টেশনে তখন যাত্রীদের ভিড়। আচমকাই সকলের মাঝে দর্শন দিলেন তিনি। একেবারে মেট্রো স্টেশনে। এই স্টেশনটি মাটির তলায়। সেখানে বাঁদর! ফলে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে নিমেষে আতঙ্ক ছড়ায়। যে কারও ওপর লাফিয়ে পড়তে পারে বাঁদর বাবাজি! অন্যদের ভয় দেখে সেও যদি ভয়ে আঁচড় কামড় শুরু করে তবে তো আর দেখতে হবেনা।
স্টেশনে বাঁদর ঢোকার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হন সিআইএসএফ ও ডিএমআরসি আধিকারিক ও কর্মীরা। যাত্রীদের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে তাঁরাই অবশেষে বাঁদরকে সেখান থেকে হটিয়ে দেন। যাত্রীরা প্রাণ ফিরে পান। আতঙ্ক কাটে।