ফোনে চার্জ কম ছিল। কী করা যায় ভেবে পাননি বিমানযাত্রীটি। তাই ফোনে চার্জ দেওয়ার পয়েন্ট খুঁজতে একেবারে ককপিটে ঢোকার চেষ্টা করেন তিনি। তখনই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মুম্বই-কলকাতা ইন্ডিগো বিমানে। নিয়ম ভেঙে ককপিটে ঢোকার চেষ্টার অভিযোগে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় মুম্বই বিমানবন্দর পুলিশ স্টেশনে।
জানা যায়, মুম্বই থেকে কলকাতা যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি। তখনও আকাশে ওড়েনি সেটি। এক যাত্রী ককপিটে ঢুকে পড়ার চেষ্টা করেন। তিনি জানান মোবাইলে চার্জ দিতে হবে। ককপিটে ঢুকে নিরাপত্তা ভাঙার জন্য বিমানের ক্যাপ্টেন নিয়ম মেনে বিমান থেকে নামিয়ে দেন ওই যাত্রীকে। বিমান থেকে নামিয়ে বিমানের নিরাপত্তা কর্মীরা ওই যাত্রীকে নিয়ে যান মুম্বই বিমানবন্দর পুলিশ স্টেশনে। কেবল ভুলবশত চার্জ দেওয়ার জন্যই ককপিটে ঢোকার চেষ্টা, নাকি এর পিছনে অন্য কোনও অভিসন্ধি ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।