National

প্রবল বৃষ্টির আশঙ্কা, তটস্থ ৩ রাজ্য

দক্ষিণ ভারতের ৩ রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। তামিলনাড়ু, পুদুচেরি ও কেরালায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আগামী ৫ দিন সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া লাক্ষাদ্বীপেও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই বৃষ্টির প্রভাব পড়বে কোঙ্কণ উপকূলে। প্রবল বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

দক্ষিণ ও মধ্য আরব সাগরের সামুদ্রিক পরিস্থিতি ভয়ংকর হবে। ঢেউ অনেক উচ্চতা পর্যন্ত উঠবে। সমুদ্র ভয়ংকর হবে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


সবে ভয়ংকর বিপর্যয় কাটিয়ে উঠেছে কেরালা। এখনও সেই ধ্বংসলীলার স্মৃতি তাজা। অনেক জায়গাই এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। তার ওপর ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস কেরালার সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পুরু করেছে। প্রমাদ গুনছে সরকারও। এদিকে উৎসবের মরশুমে কেরালার পর্যটন ফুলে ফেঁপে ওঠে। সেখানে এসব খবরে অনেকেই টিকিট বাতিল করছেন। যা আদপে কেরালার মানুষের জন্য অর্থনৈতিক ক্ষতি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button