গভীর খাদে উল্টে গেল যাত্রী বোঝাই মিনি বাস। চেনাব নদীর ধার ঘেঁষা খাদে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। আহত হন ১৬ জন। তাঁদের মধ্যে ৫ জনের পরে মৃত্যু হয়। খাদে পড়ার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ফলে সূর্যালোক ঠিকঠাক থাকায় উদ্ধারকাজ গতি পায়।
জম্মু কাশ্মীরের বানিহাল থেকে রামবান যাচ্ছিল বাসটি। জম্মু শ্রীনগর হাইওয়ের ওপর কালা মোর-এর কাছে পাহাড়ি পথে যাত্রী বোঝাই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারায়। উল্টে যায় রাস্তায় ধার ঘেঁষা খাদে। বোঝাই যাত্রী নিয়ে খাদে গড়াতে থাকে বাসটি। গড়াতে গড়াতে ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)