তাঁর সমর্থকেরা তাঁকে হাতির পিঠে চড়িয়েছিলেন। সকলে চেলেছিলেন তিনি হাতির পিঠে চেপে শোভাযাত্রায় অংশগ্রহণ করুন। সমর্থকদের ইচ্ছে। তাই আর না করতে পারেননি অসম বিধানসভার নবনির্বাচিত ডেপুটি স্পিকার কৃপানাথ মাল্লা। চড়ে বসেছিলেন হাতির পিঠে। ডেপুটি স্পিকারের জন্য হাতির পিঠে পাতা হয়েছিল সুন্দর আসন। কিন্তু হাতি রাস্তার ধারের ঘাস জমি থেকে নড়েচড়ে রাস্তায় উঠতে যেতেই কেলেঙ্কারি। বাঁ দিক দিয়ে হড়কে হাতির পিঠ থেকে সোজা রাস্তার ধারে পড়ে গেলেন কৃপানাথ মাল্লা।
কপাল জোড়ে বেঁচেও গেলেন। কারণ তাঁর কাছ দিয়েই হাতির পা চলে যায়। নেতাকে এভাবে পড়ে যেতে দেখে বিজেপি কর্মীসমর্থকেরা ছুটে যান। ধরে দাঁড় করান তাঁকে। সকলেই জানতে চেষ্টা করেন তাঁর লাগেনি তো? তার উত্তরে হাসি মুখেই কৃপানাথ মাল্লা সকলকে আশ্বস্ত করেন তাঁর লাগেনি। তিনি ঠিক আছেন।