স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ভিলাই প্লান্টে বিস্ফোরণে মৃত্যু হল ৯ জনের। আহত ১৫ জন। তাঁদের আঘাত গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ছত্তিসগড়ের ভিলাইয়ের প্লান্টের কোক ওভেন বিভাগের গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ হয়। সে সময়ে সেখানে কর্মরত সকলেই বিস্ফোরণের শিকার হন। বিস্ফোরণের পর ওই অংশে আগুন লেগে যায়।
কেন বিস্ফোরণ ঘটল তা এখনও পরিস্কার নয়। ঘটনার পরই সেখানে ছুটে যান ভিলাই স্টিল প্লান্টের আধিকারিকরা। পুলিশ দ্রুত আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ৯ জনের পুড়ে মৃত্যু হয়। ২০১৪ সালেও ভিলাই স্টিল প্লান্টের ব্লাস্ট ফার্নেসে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মৃত্যু হয় ৬ জনের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)