হিমাচলে তুষারপাত শুরু হয়েছে আগেই। এবার নতুন করে তুষারপাতে ঢেকে গেল হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা। লাহুল-স্পিতি জেলায় শূন্যের নিচে নেমে গেছে তাপমাত্রা। অন্যান্য জায়গাতেও তাপমাত্রা পড়ছে।
অনেক জায়গাতেই তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি ঘোরাফেরা করছে। ঠকঠক করে কাঁপছে গোটা রাজ্য। মানালিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.৬ ডিগ্রি। সিমলায় আবার বেশ কিছুটা ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। ফলে সেখানেও তাপমাত্রা পড়েছে।
কুলু ও চাম্বা জেলাতেও বেশ কিছুটা তুষারপাত হয়েছে। ফলে সেখানে তাপমাত্রা পড়েছে। ধর্মশালায় আবার প্রচুর বৃষ্টি হয়েছে। রোটাং পাসের কাছে প্রচুর তুষারপাতের জেরে গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি হয়েছে। সব রাস্তায় গাড়ি চলাচল করছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা