দিল্লির বসন্ত কুঞ্জ এলাকা। এখানেই ভোর সাড়ে ৪টে নাগাদ প্রতিবেশিদের কানে যায় সূরজ নামে এক তরুণ চেঁচাচ্ছে। সাহায্য চাইছে। প্রতিবেশিরা বাড়ি পৌঁছে রক্তাক্ত অবস্থায় সূরজের বাবা মিথিলেশ, মা সিয়া ও বোন নেহাকে দেখতে পান। অন্যঘরে আহত অবস্থায় ছিল সূরজ। পুলিশও হাজির হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মিথিলেশ, সিয়া ও নেহাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথমে পুলিশকে কিছুটা ঘোল খাইয়ে ছাড়ে ১৯ বছরের সূরজ।
পরে তাকে বাবা, মা ও বোনকে হত্যার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, প্রথমে সূরজ বাড়িতে ডাকাত পড়ার কাহিনি রচনা করেছিল। বোঝানোর চেষ্টা করেছিল ডাকাতরা তাকেও মেরে আহত করেছিল। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদের সময় বারবার বয়ান বদলে পুলিশের সন্দেহ হয়। পুলিশের অনুমান রাগের বশেই বাবা, মা ও বোনকে হত্যা করে সূরজ। পরে ডাকাত পড়ার কাহিনি বানিয়ে এই হত্যার ওপর পর্দা ফেলার চেষ্টা করে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)