National

১৫০ টাকার জন্য খুন ব্যবসায়ী

১৫০ টাকার একটা টিশার্ট। সেই টিশার্টকে কেন্দ্র করে বচসা। তা থেকে মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার দেহাত কোতোয়ালির লামা গ্রামে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল ভরত কুমার পাল সাংবাদিকদের জানিয়েছেন যে গত ১১ অক্টোবর সন্ধ্যাবেলা লামা গ্রামের অধিবাসী পেশায় ইট ব্যবসায়ী মোহন বর্মা নেশাগ্রস্ত অবস্থায় এলোপাথাড়ি গালমন্দ করছিলেন। তিনি গালমন্দ করতে করতে কাছেই তাস খেলার আসরে হাজির হন। সেখানে অনুপ প্রজাপতি নামে এক ব্যক্তির সঙ্গে মোহন বর্মার হাতাহাতি হয়। অনুপ প্রজাপতি ওরফে বাবুর সঙ্গে হাতাহাতির সময় মোহনের টিশার্ট ছিঁড়ে যায়।

ঘটনার কিছু সময় পর বাবু তাসের আসর থেকে বাড়ি ফেরত যাওয়ার সময় মোহন তার পিছু ধাওয়া করেন। তিনি ছিঁড়ে যাওয়া টিশার্টের দাম দিতে বলেন বাবুকে। এরফলে অনুপ প্রজাপতি ও মোহন বর্মার মধ্যে ফের একবার বিবাদ শুরু হয়। অভিযোগ, অনুপ সেই সময় মোহনের গলায় থাকা গামছা ধরে টান দেয়। এরফলে মৃত্যু হয় ৪৬ বছর বয়সী মোহন বর্মার।


অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন যে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অনুপের বাবা রামকিশোর। সে ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যায়। ছেলে বাবুকে খুনের দায় থেকে বাঁচাতে রামকিশোর মৃত মোহন বর্মার দেহ হাত-পা বেঁধে স্থানীয় অনিল মিশ্রের নিজস্ব নলকূপের জলের ট্যাঙ্কে ফেলে দেয়। পরে দেহ উদ্ধার হলে মোহন বর্মার ভাই অজ্ঞাত পরিচয় আততায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে আসল তথ্য জানতে পারে। সেই সূত্র ধরে অনুপ প্রজাপতিকে গ্রেফতার করা হয়। তার বাবা রামকিশোর পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অনুপ পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button