পথ দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে একটি ৩ বছরের শিশুও রয়েছে। ঘটনায় আহত আরও ৩ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ট্রমা সেন্টারে চিকিৎসা চলছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের সরোজিনী নগর এলাকায়।
রাজ্যের আমেঠি জেলার নিবাসী একই পরিবারের ৬ সদস্য শনিবার একটি বোলেরো গাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁদের আত্মীয় দুবাই থেকে ফিরছিলেন ওইদিন। তাঁকে নিতেই এয়ারপোর্ট যাওয়া পরিবারের সদস্যদের। কিন্তু পথেই সরোজিনী নগরের শহিদ পথে একটি বেপরোয়া লরি ধাক্কা মারে বোলেরোটিকে। সংঘর্ষের ফলে পাল্টি খেয়ে যায় বোলেরো গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ বছরের ফাতিমা, ৬৫ বছরের সিয়াজ ও ৪৫ বছরের আনসার আহমেদের। ১৭ বছরের আনোয়ার জাহান, ১৬ বছরের মানতাসা বানো ও মহম্মদ আতিক গুরুতর ভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। পুলিশ পলাতক ট্রাক চালকের সন্ধান শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা