National

ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে রেল অবরোধ, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ

অমৃতসরের কাছে ধোবি ঘাটে গত শুক্রবার মর্মান্তিক রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৬১টি প্রাণ। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। এই ঘটনায় রাবণ দহন অনুষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রবিবার ঘটনাস্থলের কাছে রেল অবরোধ করেন স্থানীয়রা। রেল অবরোধকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। খবর পেয়ে পুলিশ লাইন থেকে অবরোধকারীদের হঠাতে গেলে শুরু হয় খণ্ডযুদ্ধ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

National News
অমৃতসরের কাছে যোধা ফটক রেলগেটে জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, ছবি – আইএএনএস

কখনও পুলিশ তেড়ে গেছে অবরোধকারীদের দিকে। কখনও পাল্টা বৃষ্টির মত পাথর উড়ে এসেছে পুলিশের দিকে। ফলে পুলিশকেও পিছু হঠতে হয়েছে। জনতার ছোঁড়া পাথরের আঘাতে ২ পুলিশকর্মী জখম হন। অবরোধের জেরে ২৯টি ট্রেন বাতিল হয়। এদিকে অবরোধকারীরা অনড়। তাঁদের দাবি মানা না হলে এমন অবরোধ চলতেই থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button