শিবাজি মেমোরিয়াল স্ট্যাচু তৈরির জন্য নির্দিষ্ট জমিতে ছিল ভূমি পুজো। সেই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় সমুদ্রের বুকে ভেসেছিলেন মহারাষ্ট্রের শাসক ও বিরোধী দলের নেতারা। ছিলেন মহারাষ্ট্রের চিফ সেক্রেটারি সহ একগুচ্ছ আমলা। ছিলেন বহু সাংবাদিক। বিশেষ বিলাসবহুল নৌকায় তাঁরা মুম্বইয়ের থেকে রওনা দেন। মুম্বইয়ের প্রংগস রিফ লাইটহাউসের কাছে তাঁদের নৌকা একটি পাথরের খণ্ডে ধাক্কা মারে। নৌকা ডুবতে শুরু করে। অনেকেই জলে পড়ে যান। প্রাণভয়ে শুরু হয় চিৎকার।
মহারাষ্ট্রের বহু হুজ হু-তে ভর্তি নৌকাই সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ায় দ্রুত সেখানে পাঠানো হয় ২টি হেলিকপ্টার। ২টি মেরিন পুলিশ বোটও হাজির হয় ঘটনাস্থলে। দ্রুত সকলকে জল থেকে উদ্ধার শুরু হয়। পড়ন্ত বিকেলে তখন খোদ মহারাষ্ট্র সরকারের ঘুম ওড়ার দায়! সকলকে উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়। অল্পের জন্য রক্ষা পান মহারাষ্ট্রের মুখ্যসচিব। গোটা ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)